ময়মননিংহ কেন্দ্রীয় দুর্গাবাড়ি মন্দিরের গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেদমন্ত্র পাঠ ও পূজার মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বেদমন্ত্র পাঠ করেন রামকৃষ্ণ মিশনের কল্যাণদানন্দ মহারাজ (ইমন মহারাজ) ও প্রভু জগতবন্ধু আশ্রমের দেবব্রত ভ্রম্যচারী। দুর্গাবাড়ি মন্দিরের ভক্তদের আর্থিক সহায়তা প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা ব্যায়ে এ নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে। নির্মাণ শৈলীর আর্কিটেক ছিলেন সজীব পাল। উদ্বোধনী অনুষ্ঠানে আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) দুগাবাড়ি মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি দে, সাধারণ সম্পাদক শংকর সাহা, দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র সরকার, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রদীপ চন্দ্র কর, অরবিন্দ সরকার জীবন, স্বপন ঘোষ, মানিক চন্দ্র দে সহ আর্যধর্ম জ্ঞান প্রদায়িনী সভা (ধর্মসভা) সদস্যবৃন্দ ও সুধি ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :