অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন / ১২৭
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অপরাধে হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যে তৈরিতে মান নিশ্চিত না করার অপরাধে দূর্গাবাড়ি রোডের এক হোটেল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে মসিকের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বুলবুল আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এছাড়াও অভিযানকালে তিনি দূর্গাবড়ি রোডের ফুটপাত ও রাস্তার দুপাশের অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ভ্রাম্যমান দোকানসমূহের মালিকদের দোকান সরিয়ে ফেলার বিষয়ে নির্দেশ দেন এবং জানান, পরবর্তীতে রাস্তার পাশে বা ফুটপাতে ব্যবসা পরিচালনা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই অভিযানে তিনি শিল্পাচার্য জয়নুল উদ্যানে স্কুল সময়ে ইউনিফরম পরিহিত শিক্ষার্থীদের এবং উদ্যানের ভেতর মটরসাইকেল নিয়ে প্রবেশকারীদের সতর্ক করেন এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যবৃন্দ সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।