স্টাফ রিপোর্টার : ঢাকায় বিএনপির সমাবেশে কর্মরত সাংবাদিকদের উপর নেতা-কর্মীদের নগ্ন হামলার প্রতিবাদে ও বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) ও অন্যান্য সংগঠনের গণমাধ্যমকর্মী। রবিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএফইউজে যুগ্ম মহাসচিব অমিত রায় এর সঞ্চলনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও জেলা আওয়ামীলীগ ১ম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, বিএফইউজে কেন্দ্রিয় কমিটির সদস্য শাহিদুল আলম খসরু, আবু সালে মোঃ মোসা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহম্মেদ, চ্যানেল আই প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহম্মেদ, নিয়ামুল কবীর সজল, সময় টিভির প্রতিনিধি সাদিকুর রহমান, এ এইচ এম মোতালেব, শরীফুজ্জামান টিটু, রাকিবুল ইসলাম রুবেল, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :