SHINE প্রকল্পের আওতায় ময়মনসিংহে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


swadesh sangbad প্রকাশের সময় : মে ২৮, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন /
SHINE প্রকল্পের আওতায় ময়মনসিংহে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার ঃ SHINE প্রকল্পের আওতায় ময়মনসিংহে কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক গবেষণার ফলাফল অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ মে) সকালে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জে ব্র্যাক লার্নিং সেন্টারে
হল রুমে দিনব্যাপী আয়োজিত জেলা পর্যায়ের অংশগ্রহণমূলক এই কর্মশালায় SHINE (Strengthening Health Systems by Improving Community Health WorkersÕ Mental Wellbeing and Empowerment) প্রকল্পের প্রথম ধাপের গবেষণা থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফল উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতার আলোকে ফলাফলের উপর বিস্তারিত আলোচনা করেন।
ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে পরিচালিত SHINE প্রকল্পের উদ্দেশ্য হলো কমিউনিটি হেলথ ওয়ার্কারদের মানসিক সুস্থতা ও ক্ষমতায়নের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। প্রকল্পের অন্যান্য অংশীদার সংস্থা হলো বাংলাদেশ সরকারের জাতীয় এনসিডিসি (নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল) অধিদপ্তর এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ফয়সল আহমেদ এনসিডিসি, ডিজিএইচএস-এর ডেপুটিএ প্রোগ্রাম ম্যানেজার-৪ ডা. সজিব রায়, ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. জিয়াউল বারী, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলামসহ ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির কর্মকর্তাবৃন্দ, সিএইচসিপি, স্বাস্থ্য সহকারী ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীবৃন্দ।
সভায় সিভিল সার্জন, সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীদের কাজের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন এবং এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন।
ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ-এর সহযোগী অধ্যাপক ডা. তানভির হাসান, সহকারী পরিচালক ডা. নাহিতুন নাহার, সুবাস বিশ্বাস, নাজিয়া ইসলাম, রঞ্জন কৈরী, ওবায়দা রহমান এবং সেমন্তি জাহান কর্মশালায় উপস্থিত ছিলেন।
কর্মশালায় SHINE প্রকল্পের প্রাথমিক গবেষণা, মাঠ পর্যায়ের বাস্তব চ্যালেঞ্জ ও সম্ভাবনার আলোকে বিভিন্ন সুপারিশ উপস্থাপন করা হয়, যা ভবিষ্যতের নীতিনির্ধারণ ও কার্যক্রম পরিকল্পনায় সহায়ক হবে।
SHINE প্রকল্প ২০২২-২০২৬ মেয়াদে বাংলাদেশসহ বিভিন্ন দেশে স্বাস্থ্যব্যবস্থার টেকসই উন্নয়নের লক্ষ্যে গবেষণা ও অংশীদারিত্বমূলক কার্যক্রম পরিচালনা করছে।