স্টাফ রিপোর্টার ঃ ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২/২৩ইং এর আওতায় ( অনুর্ধ্ব-১৬) বছরের বালিকাদের কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সার্কিট হাউস মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৬ টি স্কুলের খেলোয়াড় বৃন্দ অংশ গ্রহণ করে। ফাইনাল প্রতিযোগিতায় ময়মনসিংহ স্পোটর্স একাডেমি নাসিরাবাদ কলেজিয়েট স্কুলকে পরাজিত করে জয়লাভ করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলক কান্তি চক্রবর্তী। এসময় তিনি বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে খেলার লক্ষ্যে আমরা এখন দেশীয় খেলা ছেড়ে বিদেশী খেলার দিকে ঝুকে পড়েছি। বিদেশী খেলার পাশাপাশি আমাদের দেশীয় খেলারও প্রচলন রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের খেলোয়াড়দের মধ্যে প্রতিভা আছে। নারীরা সাফ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এই কাবাডি দলের নারীরাও একদিন তাদের প্রতিভা কাজে লাগিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারবে।
জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি একেএম দেলোয়ার হোসেন মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শাজ্জাদ জাহান চৌধুরী শাহীন প্রমুখ। খেলা ধারা বর্ণনা করেন আবুল কাসেম। খেলা পরিচালনা করেন রাকিবুল আলম রাকি ও মাহবুবুল আলম রতন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গণ, শিক্ষক শিক্ষার্থী সহ ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন।