আগামীকাল বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন / ১৮২
আগামীকাল বৃহস্পতিবার শ্রী শ্রী সরস্বতী পূজা

স্টাফ রিপোর্টার: আগামীকাল বৃহস্পতিবার ১২ মাঘ (২৬ জানুয়ারি) পালিত হবে সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী সরস্বতী পুজা। হিন্দু মতে দেবী সরস্বতী হলেন বিদ্যা, জ্ঞান, শিল্পকলা, সঙ্গীত ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। সরস্বতী পুজোর এই দিনটি বসন্ত পঞ্চমী হিসেবে পরিচিত। বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজো। এই দিন থেকে শীত ঋতুর অবসানে বসন্তের শুভ আগমন বার্তা ধ্বনিত হয়। বসন্ত পঞ্চমী তিথিতেই ব্রহ্মার মুখ গহ্বর থেকে সরস্বতীর সৃষ্টি বলে পুরাণে বর্ণিত আছে। সেই কারণে এই দিনে সরস্বতী পুজোর বিধান রয়েছে শাস্ত্রে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় প্যান্ডেল করে এবং রামকৃষ্ণ মিশন ও আশ্রমেও ধুমধাম করে স্বরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৭টায় পূজারম্ভ, সকাল ১০টায় পুস্পাঞ্জলী, সকাল সাড়ে ১০টায় শিশুদের হাতেখড়ি এবং বিকেল ৩টায় চিত্রাংকন প্রতিযোগিতা/বেদগীতা মন্ত্র আবৃত্তি প্রতিযোগিতা, সন্ধায় আরতি ও ভজন অনুষ্ঠিত হবে। ১৩ মাঘ (২৭ জানুয়ারি) শুক্রবার পূজারম্ভ সকাল ৮টায়, পুস্পাঞ্জলি সকাল ৯টায়, দর্পন বিসর্জন সকাল ৯টা ৩৫ মিনিট গতে সন্ধ্যা আরতির পর প্রতিমা নিরঞ্জন, শান্তিজল ধারণ ও পূজা উপলক্ষ্যে বিশেষ নাটক-ভক্ত প্রহ্লাদ, পরিচালনায় অঞ্জন মল্লিক এবং পরিবেশনায় সনাতন সংঘ, বাকৃবি। সরস্বতী পুজোর ঠিক ৪০ দিন পরে পালিত হয় দোল উৎসব। সরস্বতী পুজোর দিন শিশু শিক্ষার্থীদের হাতেখড়ি দেওয়ার অনুষ্ঠান প্রচলিত আছে। এদিন থেকেই অনেক শিশু তাদের প্রথম অক্ষর লেখা শুরু করে এবং যাকে বলে বিদ্যা আরম্ভ। সরস্বতী পুজোর দিন সকালে গায়ে নিম ও হলুদ বাটা মেখে স্নান করেন। এছাড়াও নিম ও হলুদ বাটা মেখে স্নান করা এই সময়ে উপকারী। সরস্বতী পূজা উপলক্ষে নগরীর দূর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে বসেছে পূজার সকল সামগ্রীর বাজার। পরিচ্ছন্ন পরিবেশে ভক্তবৃন্দ প্রতিমা সহ অন্যান্য সামগ্রী ক্রয় করছেন। সরস্বতী পূজা উপলক্ষ্যে দূর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।