আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন


swadesh sangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৪:৩০ অপরাহ্ন /
আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ঃ “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” শ্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদ্যাপনের অংশ হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের ব্যবস্থাপনায় ‘আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১ গোলে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় আসাদ , সাগর ১ টি করে ও জুয়েল ৩টি গোল করে এবং রানার্সআপ আলতাফ গোলন্দাজ ডিক্রি কলেজের খেলোয়াড় মোক্তাদির ১টি গোল করে। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা ময়মনসিংহ মহাবিদ্যালয়ের আরাফাত, ম্যান অব দ্যা ম্যাচ জুয়েল রানা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট সাগর সরকার।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দর মুকুল, সহকারী অধ্যাপক সুমন্ত কুমার সাহা রায়, প্রভাষক মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া শিক্ষক শাহ মোঃ আব্দুল হান্নান,দাপুনিয়া ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, আলতাব গোলন্দাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, ক্রীড়া শিক্ষক আনোয়ার ইসলাম, ছাত্র সমন্বয়ক, টিমের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদি দর্শকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের বাস্তবায়নে বিভাগের ৪ টি জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে।