ঈশরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে হুমায়ূন মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের সহযোগিতায় দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজিব কুমার সরকার। এ সময় তিনি ‘অবাক জোছনা’ নামক দেয়ালিকার মোড়ক উন্মোচন করেন।
ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে বারী সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ ফরিদ, হুমায়ূন আহমেদ কেন্দ্রীয় পাঠক ফোরামের সমন্বয়ক কবি খন্দকার ওলিউল্লাহ, প্রফেসর ননী গোপাল সরকার, কবি আসাদুল্লাহ, হুমায়ুন গবেষক রাহাত জামিল, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নূরুল হুদা খান, কবি সোহরাব পাশা, প্রেসক্লাব আহ্বায়ক আবুল কালাম আজাদ, কবি আলম মাহবুব প্রমুখ।
আলোচনা শেষে হুমায়ূন সংঙ্গীত, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশন করা হয়।
আপনার মতামত লিখুন :