ঈশ্বরগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক ১৫৫ জন কৃষককে শস্য নিরাপত্তা বিমা দাবি প্রদান


swadesh sangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৫, ৩:০০ অপরাহ্ন /
ঈশ্বরগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক ১৫৫ জন কৃষককে শস্য নিরাপত্তা বিমা দাবি প্রদান

স্টাফ রিপোর্টার ঃ ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক আয়োজিত ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী শাখায় শস্য নিরাপত্তা বিমা দাবি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সোহাগী শাখায় ১৫৫ জন কৃষক সর্বমোট ৪৫৫০৯/- টাকা বিমা দাবি প্রাপ্ত হন।
ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রিপা রানী চৌহান উক্ত বিমা দাবি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের মাঝে বিমার টাকা হস্তান্তর করেন। এসময় ব্র্যাকের পক্ষ থেকে কৃষিবিদ মোঃ মামুন মিয়া (ম্যানেজার ফিন্ড অপারেশন, শস্য নিরাপত্তা বিমা), ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক(দাবী) মো: আমজাদ হোসেন, ময়মনসিংহ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফ আলী(প্রগতি), ময়মনসিংহের আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক মোঃ আহসান হাবীব, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ মাহমুদুর রহমান (শস্য নিরাপত্তা বীমা প্রকল্প) প্রমুখ।
উল্লেখ্য যে, গত বোরো ২০২৪ সালে ময়মনসিংহ জেলায় মোট ২৩৯৭ জন কৃষক ব্র্যাকের শস্য নিরাপত্তা বিমা সেবা গ্রহণ করেন এবং বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ যেমন অনাবৃষ্টির কারণে ফলন কম হওয়ায় কৃষকরা মোট ১১১৭৬৯৯ /- টাকা বিমা দাবি প্রাপ্ত হোন। শস্য নিরাপত্তা বিমা গ্রহণের মাধ্যমে কৃষকদের বোরো ধান অনেকটাই ঝুঁকিমুক্ত এবং শস্য বিমার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, এর ফলশ্রুতিতে এবার বোরো মৌসুমে কৃষকদের মাঝে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। শস্য বীমা গ্রহনের ফলে কৃষকেরা বীমা সেবার পাশাপাশি মোবাইল ফোনকলের মাধ্যমে সাপ্তাহিক কৃষি ও আবহাওয়া বার্তা পেয়ে থাকেন। মাঠ পর্যায়ে ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগন সরকার এর পাশাপাশি আধুনিক কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করে যাচ্ছেন, যার ফলে কৃষকদের প্রাকৃতিক কারণে ফসলের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা অনেকাংশে সম্ভব হচ্ছে।