উদ্যোক্তারা চাকুরীজীবিদের চেয়ে জিডিবিতে অনেক বেশী অবদান রাখছে- বিভাগীয় কমিশনার


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৩, ৩:১৯ অপরাহ্ন / ১৩১
উদ্যোক্তারা চাকুরীজীবিদের চেয়ে জিডিবিতে অনেক বেশী অবদান রাখছে- বিভাগীয় কমিশনার

রঞ্জন মজুমদার শিবু ঃ নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে ও উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণীর সুযোগ সৃষ্টি করতে এবং তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিপণনের উদ্দেশ্যে “উদ্যোগের উৎসব” আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ই অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে “উদ্যোগের উৎসব” এর আয়োজন করে মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ব্র্যাক ময়মনসিংহ। অক্টোবর থেকে শুরু হওয়া আর্থিক অন্তর্ভুক্তি সপ্তাহ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়েছে। ক্রেতারা এখানে দিনব্যাপী সরাসরি নারী উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য কিনতে পারবেন। “উদ্যোগের উৎসব” এ নারী উদ্যোক্তাদের ২৫টি স্টল এবং ব্র্যাকের একটি স্টল রয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, ব্র্যাক ময়মনসিংহে নারী উদ্যোক্তাদের এই “উদ্যোগের উৎসবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি একটি ভালো উদ্যোগ। শুধু নারী উদ্যোক্তারা যে কাজ গুলো করছে তা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা কত বড় লিডারশিপে আছেন তা নেজেরাও হয়ত জানেননা। এই জানানোর দায়িত্বয়টা ব্র্যাক আজকে নিয়েছে। তিনি আরো বলেন, চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্ত হন। একজন উদ্যোক্তা আরো দশ জনকে চাকরী দিতে পারে। এতে জীবনমানের উন্নয়ন হয়। উদ্যোক্তারা চাকুরীজীবিদের চেয়ে জিডিবিতে অনেক বেশী অবদান রাখছে। বাংলাদেশের ২০৪১ ভিশন বাস্তবায়নের জন্য আরো অনেক উদ্যোক্তা তৈরী করতে হবে। আজকের এই উদ্যোক্তাদের স্যালুট জানাই। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য কাজ করতে হবে। ময়মনসিংহ ডিভিশনে এই প্রথম ব্যাকের এমন একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। বিভাগীয় কমিশনার আরো বলেন, ময়মনসিংহে এমন নারী উদ্যোক্তা তৈরী করতে হবে যেন ঢাকা থেকে লোক নিয়ে এসে এখানকার পন্য কিনে নিয়ে যাবেন। আমরা এমন ভাবে কাজ করবো যাতে ময়মনসিংহের একজন উদ্যোক্তাকে ঢাকার মেলায় নিয়ে যাব। আমরা এই উদ্যোক্তাদের যেদিন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারব। সেদিনই মনে করব ব্র্যাকের এই মেলাটি সফলতা পেয়েছে।
উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার অন্যান্য অতিথিদের সাথে নিয়ে উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণীর স্টলগুলি পরিদর্শণ করেন। ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্র্যাক সিনিয়র ম্যানেজার জেন্ডার ইনক্লুশেন এন্ড ইন্টারপিনার ইউনিট, ঢাকা ডিভিশন এর কাস্মি বিনতে আহম্মেদ, মাইক্রোফাইন্যান্স (দাবি) ডিভিশনাল ম্যানেজার নূরই আলম, মাইক্রোফাইন্যান্স (প্রগতি) ডিভিশনাল ম্যানেজার মোঃ মাইনুন্দিন সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের ব্র্যাকের কর্মকর্তা, নারী উদ্যোক্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।