উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের পক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৩, ১:২১ অপরাহ্ন / ১৭৫
উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের পক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার : উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের পক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) সকালে শিববাড়িস্থ জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সমাবেশ পরবর্তী এক মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জনগণের উন্নয়নে দেশের উন্নয়নে কাজ করে। সামনে জাতীয় নির্বাচন বিএনপি জামাত দেশকে আবারো অস্থিতিশীল করে তোলার পায়তারা করছে। তাদের প্রতিহত করতে সকলকে সজাগ থাকতে হবে এবং বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড সকলের মাঝে প্রচার করতে হবে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান বাবুর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, অধ্যক্ষ গোলাম সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, এডভোকেট জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক শরাফ উদ্দিন বায়েজিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর সিরাজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক বুলবুল গাভাস্কার, উপ-দপ্তর সম্পাদক মোস্তফা মামুনুর রায়হান অসিম, সদস্য নুরজাহান মিতু, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা লীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি মিছিল শুরু হয়ে রেলওয়ে কৃষ্ণচ’ড়া চত্বর ঘুরে একই স্থানে এসে শেষ হয়।