উৎসাহ উদ্দিপনায় ময়মনসিংহে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ১:৩৪ অপরাহ্ন / ৩৪০
উৎসাহ উদ্দিপনায় ময়মনসিংহে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে সারা দেশের ন্যায় ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন ও আশ্রম, দুর্গাবাড়ি মন্দিরসহ অন্যান্য মন্দিরে উৎসাহ উদ্দিপনায় যথাযথ আচারাদির মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজার ষষ্ঠী ও মহাসপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়েছে। আচারাদির মধ্যে ছিল পূজা-অর্চণা, শ্রীশ্রী চন্ডীপাঠ, মাতৃসঙ্গীত এবং পূজান্তে পূষ্পাঞ্জলী প্রদান ও পরে প্রসাদ বিতরণ বিতরণ করা হয়। রামকৃষ্ণ মিশন ও আশ্রমে পূজার পুরোহিত ছিলেন স্বামী কল্যানদানন্দ ইমন মহারাজ, তন্ত্রধারক ছিলেন ব্রহ্মচারী উত্তম, চন্ডীপাঠ করেন সূধাংসু চক্রবর্তী। এদিন সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিরে উৎসবের আমেজ ছড়িয়ে পরে। ধর্মপ্রান পূজারীগণ মায়ের পায়ে পুষ্পাঞ্জলী দিতে উপস্থিত হন মন্দিরে। পূজারীগণ শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন। অঞ্জলী মন্ত্র পাঠ করান রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ। পূজাঅর্চনা শেষে রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সদস্যবৃন্দ ছাড়াও পূজারী ভক্তবৃন্দ মায়ের পায়ে পুষ্পাঞ্জলী প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। আজ বুধবার (০২ নভেম্বর) মধ্যাহ্ন সাড়ে ১১টার মধ্যে দেবীর দ্বিতীয় কল্পীয় পূজা আরম্ভ, শ্রীশ্যী চন্ডীপাঠ, দেড়টায় পুস্পাঞ্জলী প্রদান, মাতৃসঙ্গীত ও প্রসাদ বিতরণ। অপরাহ্ন ২টা ৩০ মিনিটের মধ্যে দেবীর তৃতীয় কল্পীয় পূজা আরম্ভ, শ্রীশ্রী চন্ডীপাঠ, ৪টা ৩০ মিনিটে পুস্পাঞ্জরী প্রদান, মাতৃসঙ্গীত ও হোম। সন্ধা ৭টায় আরাত্রিক ও মাতৃসঙ্গীত। আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার মধ্যে দেবীর দশমী বিহিত পূজা আরম্ভ। সকাল ৯টার মধ্যে দর্পণ বিসর্জন। সন্ধা আরাত্রিকের পর প্রতিমা নিরঞ্জন ও শান্তি জল গ্রহণ।
উল্লেখ্য, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজোর পর আপামর বাঙালি অপেক্ষা করে থাকে জগদ্ধাত্রী পুজোর জন্য। কার্তিক মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। এটি মূলত হিন্দু বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব। জগতের ধাত্রী অর্থাৎ জগতের পালিকা দেবী জগদ্ধাত্রী। দেবী দুর্গার আর এক রূপ হল জগদ্ধাত্রী। দেবী দুর্গা যেমন সিংহবাহিনী দশভুজা, দেবী জগদ্ধাত্রী তেমন সিংহবাহিনী চতুর্ভুজা।