নামঃ মোঃ হামীম বয়সঃ ১৪ বছর ঠিকানাঃ কিসমত বউ বাজার,খাগডহর,ময়মনসিংহ। ( ছেলেটি কিসমত বউ বাজারের হাসমত বেপারীর নাতি ও মোহাম্মদ পলান বেপারীর ছেলে) এই ছেলেটি গত মঙ্গলবার বাড়ি থেকে রাগ করে চলে যায়, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিচিত সকল আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজ নেওয়া হয়েছে কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না।আজকে ৫ দিন যাবৎ সে নিখোঁজ। যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি এই ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ পলান বেপারী ( ছেলেটির পিতা) মোবাইলঃ 01721204655 01645843674 ( ভাই) অথবা খাগডহর বাজার, বিএডিসি অফিস সংলগ্ন, মোহাম্মদ পলান বেপারি স্টোরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
আপনার মতামত লিখুন :