কলমাকান্দা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় রবিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাল্যবিবাহ প্রতিরোধ টিম ‘অপরাজিতা’ এর উদ্যোগে কলমাকান্দায় কর্মরত মানবিক ও দক্ষ ইউএনও মোঃ আবুল হাসেমের আকস্মিক বদলী বাতিলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন টিম অপরাজিতার পরিচালক নাজমুল হক, সদস্য প্রিয়া আক্তার, সুবর্ণা খাতুন, অনিমা সুলতানা, সুমিত্রা দাস, রোকসানা আক্তার, কৃষ্ণা দাস, তামান্না আক্তার, তানিয়া আক্তার, শাকিল, মুকশেদ, রিফাত ও সুজিতা আক্তার প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ কলমাকান্দার ইউএনও মোঃ আবুল হাসেমের মানবিক কার্যাবলী, কর্মদক্ষতা, সাধারণ মানুষের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সরকারি বিভিন্ন দায়িত্ব পালনে কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে দক্ষ ইউএনও’র আকস্মিক বদলী বাতিলের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।
আপনার মতামত লিখুন :