বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

কলহ-দাঙ্গা লাগিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা খুনের চেয়েও ঘৃন্য অপরাধ -ধর্ম প্রতিমন্ত্রী

রিপোর্টার / ১৮৫ ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৩:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। মুজিব বর্ষে শপথ করি-ধর্মীয় সম্প্রীতির দেশ গড়ি” এই প্রতিপাদ্য বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সকল শ্রেনীর মানুষের মাঝে সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্যে ইসলামী ফাউন্ডেশন কাজ করছে। প্রতিটি মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে। প্রতিটি ধর্মের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন সরকার। দেশের হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রীস্টান ফ্রতিটি ধর্মীয় নেতাগন যদি স্বস্ব ধর্মপ্রাণ মানুষদেরকে মানবতা, মানুষে-মানুষে সম্প্রীতি ভালবাসা, বন্ধুত্ব সর্ম্পকে সচেতন করে তোলতে পারেন তবেই সমাজে বা দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। প্রতিমন্ত্রী বলেন, ভাষ্কর্য আর ধর্মীয় প্রার্থনালয় গুলো এক নয়। ভাক্ষর্য হলো দেশ বা জাতির সংস্কৃতি। আর ধর্মীয় প্রার্থনালয়গুলো হলো পরম করুণাময়ের প্রতি ভক্তগনের আরাধনার স্থান। তিনি বলেন, ধর্মের নামে সমাজের কতিপয় স্বার্থান্বেষীর প্ররোচনায় সমাজের নগন্য সংখ্যক ধর্মীয় শিক্ষাজ্ঞানহীন অসচেতন ব্যাক্তিরা ক্ষুদ্র-নগন্য ঘটনা নিয়ে বিশৃংখলা সৃষ্টি করে কলহ দাঙ্গা লাগিয়ে দেয়। নষ্ট করে সামাজিক ধর্মীয় সম্প্রীতি কলহ-দাঙ্গা সৃষ্টি ও সম্প্রীতি নষ্ট করা খুনের চেয়েও ঘৃন্য ও কঠিন অপরাধ। ধর্মে বলপ্রয়োগের কোন স্থান নেই। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ইসলামে সম্পূর্ন নিষিদ্ধ। এরূপ অপরাধের কারণে বহু জাতি-বংশ ধ্বংস হয়ে গেছে বলেও কোরানে উল্লেখ আছে।
রবিবার (৩০ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ’ঞা, ইসলামি ফাউন্ডেশনের পরিচালক, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করণ প্রকল্পের পরিচালক আব্দুল্লাহ আল শাহীন। স্বাগত বক্তব্যের পর কোরান থেকে পাঠ করেন হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান, গীতা থেকে পাঠ করেন শ্রী উত্তম কুমার পন্ডিত, বাইবেল থেকে পাঠ করেন মুকুল দারিং ও ত্রিপিটক থেকে পাঠ করেন সুবল চন্দ্র চাকমা। এর পরই মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন সেমিনারে অংশ গ্রহণকারী বিভিন্ন ধর্মের লোকজন। সঞ্চালনায় ছিলে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ শফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com