কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল হস্তান্তর ও বিতরণ করলেন লিপি এমপি


swadeshsangbad প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন / ২৪৫
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল  হস্তান্তর ও বিতরণ করলেন লিপি এমপি

নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল হস্তান্তর ও বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল হস্তান্তর ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টিস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে এসব কম্বল হস্তান্তর ও বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য (এমপি) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
এসময় সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির সঙ্গে তার ছোট বোন সৈয়দা রাফিয়া নূর রূপা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, মারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান হলুদসহ আরো অনেক্ইে।