বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

কিশোরগঞ্জে মাইক্রোবাসে তুলে চিকিৎসককে অপহরণ

নজরুল ইসলাম খায়রুল: / ৯৬ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ৬:২৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসারকে (২৮) অপহরণ করা হয়েছে।

গত শনিবার (১২ নভেম্বর) রাত ৭ টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে তাকে অপহরণ করা হয়।

অপহরণের শিকার ডা. মির্জা কাউসার প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১২ নভেম্বর) রাত ৭ টার দিকে জেলা শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টারের নিচে একটি কালো রঙের মাইক্রোবাস আসে। পরে মাইক্রোবাস থেকে ৫ জন লোক নেমে মেডিক্স কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় যান। সেখানে গিয়ে ডা. মির্জা কাউসারকে খোঁজে বের করেন। পরে তাকে (ডা. মির্জা কাউসার) সঙ্গে করে কোচিং সেন্টারের নিচে নেমে মাইক্রোবাসে তুলে নেন তারা।

এসময় উপস্থিত ডা. মির্জা কাউসারের সহকর্মী ডা. সুমন মিয়া মোবাইলফোনে বিষয়টি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষকে জানাতে চেষ্টাকালে মোবাইলফোন কেড়ে নেন অপহরণকারীর একজন। এরপর অপহরণকারীরা ডা. মির্জা কাউসারকে সঙ্গে করে মাইক্রোবাস নিয়ে চলে যান।

ডা. সুমন মিয়া জানান, গাড়িতে বসে থাকাদের মধ্যে একজনের গায়ে পুলিশের পোশাক পড়া ছিল।

এ প্রসঙ্গে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, আমার নলেজে আছে পুরোটা। সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com