নজরুল ইসলাম খায়রুল : কিশোরগঞ্জে মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখতে স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নের দাবিসহ ১৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নামে একটি সংগঠন।
মানববন্ধনে বক্তব্য রাখেন-বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ মাসউদ আলম, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আনোয়ারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আ. খালেক, সংগঠনের কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আ. খালেক, পাকুন্দিয়া উপজেলার সভাপতি মাওলানা আ. হাই, কুলিয়ারচর উপজেলার সভাপতি মাওলানা মোখলেছুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষার মান বজায় রাখতে আলিম-কওমি পর্যায়ের পাঠ্যপুস্তকে পরিবর্তন আনতে হবে। কুরআন-সুন্নাহ ও মুসলিম ঐতিহ্য, কৃষ্টির সঙ্গে বর্তমান চাহিদাকে সমন্বয় করে একটি যুগোপযোগী শিক্ষাক্রম তৈরি করতে হবে।
মানববন্ধন থেকে ১৩ দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :