জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
গতকাল মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে তিনি কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ রাসেল এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা এবি সিদ্দিক, কিশোরগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভূপাল চন্দ্র নন্দী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. শরীফুল ইসলাম প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে শহীদ শেখ রাসেলে এর জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি সেখানে কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :