মো. আব্দুস ছাত্তার : জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের প্রতœতত্ত্ব বিভাগের ২৭ তম ব্যাচের মেধাবী মুখ ফুলবাড়িয়া উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের দক্ষ, চৌকস ও জনবান্ধব সাব রেজিস্ট্রার খন্দকার মেহবুবুল ইসলাম গতকাল সোমবার ফুলবাড়িয়া ছেড়েছেন। বদলিজনিত বিদায়ী অনুষ্ঠানে তিনি কেঁদেছেন এবং সকলকে কাঁদিয়ে গেছেন। তিনি কর্মকালীন অফিসে নকলনবিশদের দায়িত্ব পালনের জন্য বসা, অফিসের সামনে দলিল লেখকসহ সকলের যাতায়াতের জন্য রাস্তা, জনগণের সম্পদের তথ্যাদি রক্ষনাবেক্ষনের জন্য রেকর্ড রুমের প্রয়োজনীয় সামগ্রী তৈয়ার, সিসি ক্যামেরা স্থাপন, সেবা গ্রহিতাদের জন্য পানি ও পয়নিষ্কাশন, অফিসের সামনের অংশ দৃষ্টি নন্দন, সিটিজেন চার্টার, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সকল জাতীয় দিবস উদযাপন মানুষের নজর কেড়েছে। তাঁর আয়োজন বরাবরই ব্যতিক্রম।
এ উপলক্ষে গতকাল সোমবার উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনার। অফিস সহকারী সুরঞ্জিত কুমার সরকারের সভাপতিত্বে দলিল লেখক সমিতির সভাপতি মির্জা মো. কামরুজ্জামান দুলাল, সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান সরকার, সিনিয়র নকলনবিশ মো. ইসমাইল হোসেন, দলিল লেখক সালাহ উদ্দিন, বুলবুল হোসেন, ভেন্ডার গোলাম কিবরিয়া, বাংলাদেশ এক্সটা-মোহরার এসোসিয়েশন ফুলবাড়িয়া উপজেলা শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক ইস্রাফিল আহ্কায়নী তৌহিদ প্রমুখ। সঞ্চালনা করেন ভরত দেবনাথ।
পরবর্তী কর্মস্থল গফরগাঁও উপজেলা। নতুন সেই কর্মস্থলের জন্য শুভ কামনা করেন সকল বক্তারা।
আপনার মতামত লিখুন :