কেন্দুয়ায় আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত


swadesh sangbad প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১:৫৩ অপরাহ্ন / ৯৯
কেন্দুয়ায় আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

রুকন উদ্দিন: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের (আংশিক) নেতাকর্মীদের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ২নং আশুজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- নেত্রকোণা-৩ (কেন্দুয়া আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

এসময় প্রধান অতিথি বলেন- সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। মনে রাখবেন একমাত্র আওয়ামীলীগ সরকারের পক্ষেই দেশের উন্নয়ন সম্ভব। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ।

আলোচনার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাসকা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম ভূঞা।

কেন্দুয়া পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস কাঞ্চন ফেরদৌস ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ভূঞা’র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- আটপাড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন সানু, সহ-সভাপতি মহিবুজ্জামান লিটন, সদস্য কামাল হোসেন, আটপাড়া উপজেলা যুবলীগের সভাপতি নিজাম ইয়ার খান, জেলা যুবলীগের সদস্য আব্দুল ওয়াহাব জোটন, কেন্দুয়া উপজেলা যুবলীগের সদস্য রিপন চৌধুরী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাইকুল ইসলাম বাদল, কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাফিত হোসেন বিজয় প্রমুখ।