ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


swadesh sangbad প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৪, ২:১৩ অপরাহ্ন /
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আন্তঃস্কুল ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে নগরীর সার্কিট হাউস সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ভলিবল প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড় বৃন্দ অংশ গ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, পাটগুদাম উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল ও মানকোন উচ্চ বিদ্যালয়। চুরান্ত খেলায় মানকোন উচ্চ বিদ্যালয় ২-০ সেটে পাটগুদাম উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার আপ হয়েছে পাটগুদাম উচ্চ বিদ্যালয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল। খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল। আমাদের যুব সমাজকে মাদকে ধ্বংস করছে। তাদেরকে এর হাত থেকে রক্ষা করতে মাদক নির্মুল করতে আমরা কাজ করে যাচ্ছি। খেলাধুলায় হারজিত থাকবে। চর্চা করতে হবে এবং ভালো খেলতে হবে। সব সময় খেলাধুলা করতে হবে এবং মাদক থেকে দুরে থাকতে হবে।
জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সহকারী পরিচালক মোঃ কাওসারুল রনি প্রমুখ।
জেলা ক্রীড়া অফিসার বলেন, বর্তমান যুব সমাজকে মাদক থেকে দুরে রাখাই আমাদের লক্ষ্যে। খেলাধুল করব এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আমরা তোমাদের পাশে আছি। তিনি আরো বলেন, খেলাধুলা পাশাপাশি প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ করলে একদিন যে কোন প্রতিযোগিতায় এগিয়ে যাবে।
এসময় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসের অফিস সহকারী নাছির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সাংবাদিক ও ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন সুলতান আহমদে। ধারা বর্ননায় ছিলেন সাবেক শিক্ষক আবুল কাসেম।