খেলাধুলার মাধ্যমে ভাতৃত্ববোধ গড়ে তুলতে হবে-জেলা প্রশাসক


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ২:০৮ অপরাহ্ন / ১৫০
খেলাধুলার মাধ্যমে ভাতৃত্ববোধ গড়ে তুলতে হবে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক ও বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২৩ খ্রি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় মযমনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে ভাতৃত্ববোধ গড়ে তুলতে হবে। আমাদের যুব সমাজকে একটি উন্নত, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ দেয়ার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আজকের শিশু আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। তাই যুব সমাজকে সঠিকভাবে যোগ্য করে গড়ে তুলতে পারলে আমরা জাতি হিসাবে আরো গৌরবান্বিত বোধ করব। মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বির্নিমানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আপনাদের যে পদযাত্রা তা শুভ হউক।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলমগীর কবীর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহ্ফুজুল আলম মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকির। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। উদ্বোধনী অনুষ্ঠানে গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলার ১৪টি দল অংশ গ্রহণ করছে। সমাপনী অনুষ্ঠান হবে ১৭ অক্টোবর।
উদ্বোধনী টুর্নামেন্টে ৩টি খেলা অনুষ্ঠিত হয়। ১ম খেলা বালক ঈশ্বরগঞ্জ উপজেলা ২-০ গোলে হালুয়াঘাট উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে। ২য় খেলায় বালক মুক্তাগাছা উপজেলা ২-০ গোলে সিটি কর্পোরেশন দলকে পরাজিত করে জয়লাভ করে। ৩য় খেলায় বালিকা গৌরীপুর উপজেলা ২-০ গোলে ফুলবাড়িয়া উপজেলাকে পরাজিত করে জয়লাভ করে।