গৌরীপুর আ’লীগ সাঃ সম্পাদক সোমনাথের উদ্যোগে শীতার্তদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ


swadeshsangbad প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৩, ২:২১ অপরাহ্ন / ২১৮৩
গৌরীপুর আ’লীগ সাঃ সম্পাদক সোমনাথের উদ্যোগে শীতার্তদের মাঝে ৭ হাজার কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার পক্ষ থেকে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ব্যাক্তিগত উদ্যোগে পর্যায়ক্রমে গৌরীপুর উপজেলার অধিনস্থ ১০ টি ইউনিয়ন ও পৌর সভায় ৭০০০ শীতার্ত মানুষের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কর্মসূচির শেষ দিনে গৌরীপুর পৌর সভার নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে গরিব, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভি, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড এর সম্মানিত কাউন্সিলর মাসুদ মিয়া রতন, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেওয়ান মাসুদুর রহমান সুজন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজিমুল ইসলাম শুভ, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক সহ উপজেলা আওয়ামী লীগ , ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা উপস্থিত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে সকলের কাছে আবারও নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।