রঞ্জন মজুমদার শিবু : “গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিযে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও উপকার ভোগীদের মাঝে চেক বিতরণের মধ্য দিয়ে পক্ষকাল ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৩ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও ময়মনসিংহ বন বিভাগ এর আয়োজনে নগরীর টাউন হল প্রাঙ্গণে বেলুন ও শান্তি প্রতিক পায়ড়া উড়িয়ে বৃক্ষমেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। পরে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী বৃক্ষমেলার উপর বিশেষ গুরুত্বআরোপ করে বলেন, বিশ্বব্যাপী শিল্পায়ন ও নগরায়নের ফলে বায়ুমন্ডলের কার্বণ নিঃসরণের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই কার্বন বৃদ্ধির কারণে পৃথিবীর তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্বরোপ করেছেন। কাজেই পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃক্ষরোপণের প্রতি আরও গুরুত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাবে নানা ধরণের প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। গাছ লাগানোর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সবাইকে বাড়ির আঙ্গিনায় ও খালি জায়গায় গাছ লাগানোর আহবান জানান।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য দেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য (বিপিএম সেবা), জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম-সেবা, বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আসাদুজ্জামান।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অংশ গ্রহণ করেন।
আলোচনা শেষে বন বিভাগের সামাজিক বনায়নের সাথে সম্পৃক্ত ১২ জন পুরুষ এবং ১ জন মহিলা উপকারভোগীর মধ্যে লভ্যাংশের ৬ লাখ ৮৬ হাজার ৮৩২ টাকার চেক বিতরণ করা হয়। মেলায় ২৪টি নার্সারি অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত্র ১০ পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। প্রসঙ্গত টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় ময়মনসিংহ বন বিভাগের ৫টি জেলায় ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন প্রজাতির দেশীয় বৃক্ষের দ্বারা ৩৮৩৩ হেক্টর বা ৯৪৬৮ একর বাগান সৃজন করা হয়েছে। এছাড়াও বন বিভাগের সামাজিক বনায়নের সাথে জড়িত প্রায় ২০১২৬ জন উপকারভোগীকে ৭৩.৬১ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :