সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ::
দৈনিক স্বদেশ সংবাদ লাইভ খবর পড়ুন

জাতির পিতার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমি আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রিপোর্টার / ৯৯ ভিউ
আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩, ৩:১০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বিদ্যালয় ও সমমানের মাদরাসার ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহণে সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান রবিবার (১৯ মার্চ) বিকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখা সভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল। এসময় তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান একদদিনে বঙ্গবন্ধু হয়ে উঠেনি। অধিকার আদায় করতে গিয়ে বার বার জেল জুলুম খেটেছেন, হয়রানী ও নির্যাতনের শিকার হয়েছিলেন। তাই বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস শিশু কিশোরদের জানতে হবে। আলোচনায় প্রধান আলোচক ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডাঃ আব্দুল আলীম চৌধুরীর সুযোগ্য সন্তান অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, আলহাজ্ব এম.এ ওয়াহেদ, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার কার্যকরী সভাপতি ও ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান আনিস, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব এডভোকেট আবদুল মোতালেব লাল, আনোয়ারা খাতুন প্রমুখ। বঙ্গবন্ধু শিশু একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শরিফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ১শত বিজয়ীদের বঙ্গবন্ধুর অসামপ্ত আত্ম জীবনী বই উপহার দেওয়া হয় ও সকল প্রতিয়োগীদের সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ
Theme Created By ThemesDealer.Com