স্টাফ রিপোর্টার ঃ সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম না হলে স্বাধীনতা যুদ্ধ তরান্বিত হতো না। কবির রণ সংগীতের মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ তরান্বিত হয়েছিল। তিনি জয়ের গান কবিতা রচনা করেছিলেন। তিনি আরো বলেন কবি নজরুলকে জাতির পিতাই এদেশে নিয়ে এসেছিলেন এবং কবির তাঁও গান, কবিতা সাহিত্যের মাধ্যমে জাতীয় কবির মর্যাদা পেয়েছিলেন। জাতীয় কবির জন্য ত্রিশালবাসী আজ ধন্য।
গত শুক্রবার (২৬ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর কবি নজরুল মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এর আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৪তম জন্মবার্ষিকীর ২য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবু অসীম কুমার উকিল এমপি, মোঃ হাফেজ রুহুল আমিন মাদানী এমপি, আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, মনিরা সুলতানা মনি এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ।
সন্মানীয় বক্তা জাতীয় কবির দৌহিত্র মিষ্টি কাজী, স্মারক বক্তা কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। বিকাল ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
আপনার মতামত লিখুন :