জাতীয় পেনশন স্কিম উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ময়মনসিংহে যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৩, ৩:১৩ অপরাহ্ন / ৪২
জাতীয় পেনশন স্কিম উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ময়মনসিংহে যুক্ত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দেশের অন্যতম ঐতিহাসিক মাইলফলক হিসেবে চালু হলো সর্বজনীন পেনশন স্কিম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ আগস্ট (বৃহস্পতিবার) সকালে গণভবন হতে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য পেনশন সুবিধার উদ্বোধন করেন। উদ্বোধনকৃত ৪টি পেনশন স্কিম ছাড়াও আরো ২টি পেনশন স্কিম ভবিষ্যতে চালু করার পরিকল্পনা রয়েছে। সরকারের। তাতে করে মোট ৬টি ক্যাটাগরির পেনশন স্কিম চালু হবে। বর্তমান চারটি পেনশন স্কিমের মধ্যে সুরক্ষা স্কিমের আওতায় অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি যেমন-কৃষক, রিক্সাচালক, শ্রমিক, কামার কুমার, জেলে, তাঁতিসহ সকল অনানুষ্ঠানিক কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ নির্ধারিত হারে চাঁদা প্রদান করে এ স্কিমে অংশগ্রহণ করতে পারবেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় পেনশন স্কিম উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেলের মাধ্যমে সকালে ময়মনসিংহ থেকে স্থানীয় ভাবে যুক্ত হয়ে এতে অংশগ্রহণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসনসহ ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে স্থানীয় এ কনফারেন্সের আয়োজন করা হয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ এমপি এসময় ভার্চুয়ালি এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলমসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারবৃন্দ।