জাতীয় শোক দিবসে কর কমিশনার কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৩, ১:১১ অপরাহ্ন / ১১৪
জাতীয় শোক দিবসে কর কমিশনার কার্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার : স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে কর অঞ্চল ময়মনসিংহ। কর্মসূচির মধ্যে ছিল নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং কর কমিশনার কার্যালয় মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহমিল। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান। এসময় কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। পরে কর কমিশনার কার্যালয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার মোঃ আশরাফুজ্জামান। তিনি বলেন, বঙ্গবন্ধু তাঁর জীবনের সবটুকু সময় দিয়েছেন এদেশের মানুষের জন্য। তিনি মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্ব দিয়েছেন। তিনি আরো বলেন, দেশের নিপিড়িত, নির্যাতিত মানুষের অধিকার আদায়ে সর্বদা কাজ করেছেন বঙ্গবন্ধু। দেশের আজকের যে অবস্থান বঙ্গবন্ধু বেছে থাকলে আরো আগেই আমরা এগিয়ে যেতাম। আলোচনা সভায় কর কমিশনার কার্যালয়ের পরিদর্শক রেঞ্জ-৩ ইভানা আফরোজ, রেঞ্জ-৪ সামছুল আলম, উপ কর কমিশনার বখতিয়ার উদ্দিন সহ কর কমিশনার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকল শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।