স্টাফ রিপোর্টার : যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে নগরীর মদনবাবু রোডস্থ জাসদ দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন এবং কালো ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পণ করেন জাসদ জেলা ও মাহানগর শাখার নেতৃবৃন্দ। জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট সাদিক হোসেন, সহ-সভাপতি রতন সরকার, এডভোকেট খন্দকার ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন, মহানগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাপস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শাহীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পারভেজ শাহনেওয়াজ লিটন। এসময় জেলা ও মহানগর জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :