জি এম কাদের এমপি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৩:১৬ অপরাহ্ন / ৩২৪
জি এম কাদের এমপি’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে রবিবার (২০ নভেম্বর) দুপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি ও সকল অংগ সহযোগী সংগঠন আয়োজিত এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জাতীয় শ্রমিক পার্টি জেলা শাখার আহবায়ক শহীদুল ইসলাম স্বপন মন্ডলের সার্বিক ব্যাবস্থাপনায় বিক্ষোভ মিছিলটি নগরীর বুড়াপীর মাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হল মোড় ঘুরে জিলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে সি.কে ঘোষ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা জাতীয় পার্টি, জাতীয় তরুণ পাটি, জাতীয় শ্রমিক পার্টির নেতাকর্মীসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। মিছিল শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, প্রচার সম্পাদক প্রিন্স দুলাল, সদস্য আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক, জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব গোলাম কবির রুবেল, যুব সংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, শরীফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।