স্টাফ রিপোর্টার : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গনপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট পীযুষ কান্তি সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফখরুল, সাবেক প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে দলীয় কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :