ডিবি’র অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২২, ২:৪৪ অপরাহ্ন / ২০২
ডিবি’র অভিযানে আন্তঃ জেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ২টি চোরাই মোটর সাইকেল ও মোটর সাইকেল এর লক ভাংগার ৪টি মাস্টার চাবিসহ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার । গত ০১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দিঘারকান্দা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ বিভাগীয় নগরীর দিঘারকান্দা এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ খবর পেয়ে তাৎক্ষনিক ডিবির এসআই রেজাউল আমীন বর্ষনকে অভিযান পরিচালনায় নির্দেশ দেয়া হলে ঐ কর্মকর্তা সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালায়। অভিযানে দিঘারকান্দা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ২টি চোরাই মোটরাসাইকেল ও মোটরসাইকেলের লক ভাংগার ৪টি মাস্টার চাবিসহ আন্তঃজেলার মোটর সাইকেল চোর চক্রের ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের মধুপুরের মাকসুদ হোসেন মানিক ওরফে মাহবুব মানিক, পঞ্চগড়ের বোদা থানার নুর ইসলাম, চাদপুরের মতলব থানার সোহেল মিয়াজী, চাদপুরের দক্ষিণ মতলব থানার রনি মিজি ও কামরুজ্জামান সিটু এবং চাদপুরের মতলব উত্তর থানার সোহান প্রধান। তাদেও বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত চোরদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ। মোটরসাইকেল চোরচক্রের পলাতক সদস্য ও আরো চোরাই মোটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি দাবি করেন।