তামাক নিয়ন্ত্রণ খসড়া আইনের সংশোধনী পাসের দাবিতে ময়মনসিংহে নাটাবের সংবাদ সম্মেলন


swadeshsangbad প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৩, ১২:২১ অপরাহ্ন / ১০৩
তামাক নিয়ন্ত্রণ খসড়া আইনের সংশোধনী পাসের দাবিতে ময়মনসিংহে নাটাবের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচারণা পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ এবং তামাক নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন ও তামাক কোম্পানীর আগ্রাসন নিয়ন্ত্রণে ময়মনসিংহের সাংবাদিকদের করণীয় নিয়ে উশিকা সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)। সোমবার (২৮ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর চড়পাড়য় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উশিকা সমাজকল্যাণ সংস্থার পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস। এ সময় বক্তব্য রাখেন, নাটাব এর প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ আহমেদ, নাটাব ময়মনসিংহ এর প্রোগ্রাম অফিসার মোঃ রবিউল ইসলাম। তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও প্রচারের নানা দিক তুলে ধরে সাংবাদিক বৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্যে ধূমপান বা তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল ও ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের পক্ষে জনমত প্রভাবিত করতে গণমাধ্যম সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে মত ব্যক্ত করা হয়। এ ছাড়াও দেশে তামাক ব্যবহার জনিত কারণে প্রতিদিন গড়ে ৪৪২ জন প্রাণ হারাচ্ছে। এই মৃত্যু রোধ করতে এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া অতি দ্রুত পাস করার আহ্বান জানিয়েছে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি।