নজরুল ইসলাম খায়রুল : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ৪ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ইদুলপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আজিম উদ্দিন উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের ইদুলপুর গ্রামের মৃত আফসর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে ৪ বছর বয়সী শিশুটিকে প্রতিবেশী চাচাতো দাদা আজিম উদ্দিন তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে এই ঘটনায় গত শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের করার মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মামলার আসামী আজিম উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ।
এ প্রসঙ্গে তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মামলার আসামী আজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার (১৩ নভেম্বর) আসামী আজিম উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।