স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে বাসের চাপায় পাঁচজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের চেলেরঘাটে এই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, সকালে শেরপুর থেকে ঢাকাগামী এস এস ট্রাভেলসের একটি বাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাটে চাকা বিকল হয়ে যাওয়ায় বাসের যাত্রীরা অন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। সকাল আটটার দিকে রাসেল স্পিনিং এর একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে যাত্রী তুলছিল। এসময় পেছন থেকে একটি বাস দ্রুত গতিতে ওই বাসকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই চারজন নিহত এবং ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার আরো একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), সাকুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সগরের চুরখাই এলাকার কামরুজ্জামান লিটন (৩২)। বাকী একজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই রাসেল গার্মেন্সের শ্রমিক।
আপনার মতামত লিখুন :