স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়ার ছোটপুল নামক স্থানে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সন্ধা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন। তিনি জানান, ঈশ্বরগঞ্জের উচাখিলা হতে ভাইয়ের যানাজা শেষে সিএনজিচালিত অটোরিকশা যোগে হুসনেআরা দম্পত্তি গাজীপুরের মনিরামপুর যাওয়ার জন্য ত্রিশাল আসছিল প্রথিমধ্যে ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল নামক স্থানে পৌছালে বিপরীত থেকে আসা বালিপাড়াগামী একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনা ঘটে। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার পাঁচ যাত্রীর মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ। নিহতদের মধ্যে হুসনেআরা, হুসনেআরা’র স্বামী নিজাম উদ্দিন, অটোরিকশার ড্রাইভারসহ তিনজনের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। এদিকে ট্রাকের ড্রাইভার তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :