ত্রিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২২, ৭:০০ পূর্বাহ্ন / ৫৩২৪
ত্রিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
দুর্যোগ আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা এই প্রতিপাদ্য বিষয়ে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে। এ লক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ, ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে এক দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।