ত্রিশালে নজরুল গ্রামীণ মেলায় সকলের নজর ছিল বিখ্যাত রাজা চা স্টলে, ছিল লাইন ধরে চা পানের দৃশ্য


swadeshsangbad প্রকাশের সময় : মে ২৮, ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন / ১০৬
ত্রিশালে নজরুল গ্রামীণ মেলায় সকলের নজর ছিল বিখ্যাত রাজা চা স্টলে, ছিল লাইন ধরে চা পানের দৃশ্য

দারিদ্রতার সঙ্গে লড়াই করেন অনেকেই। এ লড়াইয়ে হেরে যান কেউ কেউ। তবে যাদেরকে দারিদ্রতা দমাতে পারেনি তাদের একজন ত্রিশালের আজাহার উদ্দিন। স্থানীয়দের কাছে কবি আজাহার উদ্দিন নামে পরিচিত বাসে ফেরি করা সেই দরিদ্র ছেলেটি আজ বিখ্যাত হয়ে উঠেছে চা বিক্রি করে। তার রাজা ব্যান্ডের চা পরিচিতি পেয়েছে সারা বাংলাদেশ জুড়ে। নাড়িরটানে এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তীর নজরুল গ্রামীণ মেলায় সবার নজর কেড়েছে তার “রাজা চা”। ছিল লাইন ধরে চা পানের দৃশ্য।
আজাহার উদ্দিনের বাড়ি ত্রিশাল পৌরশহরের নওধার গ্রামে। বাবা আলীম উদ্দিনের অভাবের সংসারে তার জন্ম। খুব একটা পড়ালেখার সুযোগ পায়নি সে। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে যুদ্ধ করে বড় হওয়া আজাহার বাসে ফেরি করে পণ্য বিক্রিসহ নানা কাজ করতো। অল্প পড়াশোনা আর কবি নজরুলের বাল্য স্মৃতিবিজড়িত ত্রিশালে বেড়ে উঠা আজাহারের জানার বাকি ছিলনা দুখু মিয়ার জীবনের গল্প। কোথাও স্থান না পেলেও, বাসে বাসে ফেরি করে অভাবের জীবন নির্বাহের কালেই কবি নজরুলকে নিয়ে আজাহার লিখেছিলেন বেশ কয়েকটি কবিতা। তাই নজরুল ছিলেন তার প্রেরণা, তার ঘুরে দাঁড়াবার শক্তি।
একসময় স্বচ্ছলতার মুখ দেখতে আর ভাগ্যের চাকা ঘুরাতে আজাহার পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। তখনও কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। কেননা, দালাদের দেয়া তার ভিসাটি ছিল অবৈধ। আবুধাবিতে পালিয়ে বেড়ানো জীবনের অধ্যায়ে এক হোটেলে কাজ করতে গিয়ে শিখেন চা বানানো। এরপর পুলিশের হাতে ধরা পড়ে ২০১৯ সালে দেশে ফিরে আসে আজাহার। ‘রাজা চা’ নামকরণ করে ঢাকায় একটি চায়ের দোকানের মাধ্যমে কাজুবাদাম, কাঠবাদাম, হরলিকস, ম্যাটকফি, ব্ল্যাক কফি, কিসমিস, চিনি, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্কের মিশ্রণে তৈরি চা বিক্রি করে তার আজকের এই খ্যাতি।
তার ইন্ডিয়ান মাসালা টি’তে তেজপাতা, এলাচ, লবঙ্গ, হরলিকস, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক ও ম্যাটকফি যুক্ত থাকে। ইরানি, জাফরানি, ইন্ডিয়ানসহ দেশ-বিদেশের ১৫২ প্রকারের চা বিক্রি করেন তিনি। দেশের ১৮টি রাজা চায়ের দোকানে ৬৫ জন কর্মী কাজ করেন। যাদের প্রতিজন ১২ থেকে ২২ হাজার টাকা বেতন পাচ্ছে।
এবার নিজ এলাকায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মজয়ন্তীর নজরুল গ্রামীণ মেলায় বসেছে তার “রাজা চা” এর স্টল। সবার নজর কেড়েছে রাজা চা।
স্টলে কথা হয় স্থানীয় জামান মন্ডলের সঙ্গে। তিনি জানান, অভুতপূর্ব তৃপ্তি সহকারে পান করলাম রাজা চা। আমাদের গর্ব আজাহার।
আজাহার বলেন, নাড়ির টানে ত্রিশালের নজরুল গ্রামীণ মেলায় বসিয়েছি আমার রাজা চায়ের স্টল। বেশ সাড়াও পাচ্ছি। দেখা হচ্ছে অনেক পরিচিতজনদের সঙ্গে, এটাও বড় পাওয়া।