দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন


swadeshsangbad প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২, ৬:২৪ অপরাহ্ন / ১৮৫
দুর্গাপুরে ভেজা বালু পরিবহন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন

নেত্রকোনার দুর্গাপুরে অধিক বালু বোঝাই ও ভেজা বালু ট্রাক পরিবহন বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন দুর্গাপুর উপজেলাবাসী। গতকাল দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনাতয়নে সংবাদ সম্মেলন করেন উপজেলাবাসীর পক্ষে আতিক খান অজয়। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা প্রশাসনের অ- ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে বাংলা ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন, ভেজা বালু পরিবহন, অতিরিক্ত বালূ পরিবহন সহ নানা কারনে শহরের পরিবেশ নষ্ট হওয়ায় এলাকাবাসী বিভিন্ন সময়ে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরবর্তিতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বালু মহাল সরেজমিন পরিদর্শন করে ইজারা বিধি মোতাবেক বালু উত্তোলনের নির্দেশ দেন। পরবর্তিতে এর বেত্যয় ঘটলে ইজারাদারের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে জানান। এর পরেও প্রতিদিন শত শত গাড়ি ভেজা বালু পরিবহন করে শহরের পরিবেশ নষ্ট করা ও স্থানীয় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় এলাকাবাসীর পক্ষে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। বালু উত্তোলনের ক্ষেত্রে বিধিতে উল্লেখিত নির্ধারিত পদ্ধতি ব্যবহার করা হচ্ছে না। আমরা নিরাপদ দুর্গাপুর চাই। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শেখ আল আমিন, যুবলীগ নেতা রফিক রাজা, মোঃ সেকান্দার, মঞ্জুরুল হক, মুজিবুর রহমান,তারা মিয়া,পাপন সরকার,আনোয়ার হোসেন,মোতালিব মিয়া, সিরাজুল ইসলাম প্রমুখ।