স্টাফ রিপোর্টার ঃ ধর্মের গ্লানি ও পাপের কলুষতা থেকে প্রাণকে মুক্ত করে হৃদয়ে পূণ্যভাবের প্রদীপ প্রজ্জ্বলন করার একমাত্র উপায় ভাগবৎ পাঠসহ তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। এই শুদ্ধ সংকল্পের বশবর্তী হয়ে বিশ্বমানবের পাপমোচন এবং বিশ্বশান্তি কামনায় সনাতন সম্প্রদায়ের প্রাণকেন্দ্র ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫৬ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন আজ শেষ হবে। আগামীকাল বুধবার (১১ জুন) অনুষ্ঠিত হবে শ্রীশ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলাকীর্তন। লীলাকীর্তন পরিবেশনায় থাকবেন শ্রীমতি সুকৃতি মহন্ত (নাটোর), শ্রী প্রীতম মন্ডল (ঢাকা) ও শ্রীমতি পুস্পরানী দাসী (বগুড়া)। ১২ জুন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নাম সংকীর্তন সহকারে নগর পরিক্রমা। অংশগ্রহণে কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দ। মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ ও মহন্ত বিদায়। বিকেল ৪টায় মহাপ্রসাদ বিতরণ।
এর আগে ভুবন মঙ্গল শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উপলক্ষে দুর্গা বাড়ি মন্দির প্রাঙ্গণে শুরু হয় শ্রীমদ্ভাগবত কথকতা। গত শুক্রবার (১৬ মে) হতে শুরু হওয়া শ্রীমদ্ভাগবত কথকতা চলে সোমবার (২ জুন) পর্যন্ত। শ্রীমদ্ভাগবত পাঠ করেছেন শ্রী হরিদাস গোস্বামী, শ্রী রাহুল কৃষ্ণ দাস, শ্রী সুভাষ গোস্বামী, শ্রী হিরন্ময় গোস্বামী, শ্রী জয়ন্ত গোস্বামী , শ্রী সদাহরি দাস সেতু ও শ্রী নিত্যানন্দ গোস্বমী।
ভক্তিসহকারে এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে সবান্ধব অংশগ্রহণ পূর্বক সার্বিক সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আর্জধর্ম জ্ঞান প্রদায়িনী সভা, (ধর্মসভা) দুর্গাবাড়ি সভাপতি প্রফেসর বিমল কান্তি দে ও সাধারণ সম্পাদক শ্রী শংকর সাহা এবং হরিনাম সংকীর্তন ভাগবত ধর্মোৎসব উপ কমিটির সভাপতি শ্রী বিধুভূষণ সাহা রায় ও সম্পাদক শ্রী পরিতোষ দাস ।
আপনার মতামত লিখুন :