রঞ্জন মজুমদার শিবু : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি দেখে দেখে বুদ্ধিজীবীদের হত্যা করেছেন দেশকে মেধা শূন্য করার জন্য। তারা এখনও সক্রিয়। পরাজিত শক্তি পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের ধরে এন যে চোখের ডাক্তার তার চোখ তুলে নিয়েছিল, হৃদপিন্ডের ডাক্তারের হৃদপিন্ড তুলে নিয়েছিল। এর পরও তারা খান্ত হয়নি। তারা বঙ্গবন্ধুকে অন্তরিন করে রাখতে চেয়েছিলেন যেন বাঙ্গালী জাতি স্বাধীনতার জন্য যুদ্ধ করতে না পারে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধায় নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চে ময়মনসিংহ মুক্ত দিবস, মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির পঞ্চম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ আমাদের ধ্রুবতারার মত। তিনি আমাদের ধ্রুব তারা। বঙ্গবন্ধুর বক্তব্যে সব সময় রবীন্দ্র নাথের কবিতা থাকত। রবীন্দ্র নাথ আমাদের আতœার আতœীয়। তাকে বাদ দেয়া যায় না। নজরুল আমাদের পথ পরিদর্শক। জসীম উদ্দিন আতœার আতœীয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলার মানুষের মুক্তির জন্য বঙ্গবন্ধু সকল দিক নিয়ে কাজ করেছেন। তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধারাই আমাদের আদর্শ তারাই আমাদের পথ দেখাবে। আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি তা বঙ্গবন্ধুর দান। ৭৫ এর পর দেশে কোন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করা হয়নি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আসার পর জেলায় জেলায় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শিক্ষার প্রসার ঘটিয়েছেন। এটা ইাতহাস হয়ে থাকবে। উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর আদর্শ, স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়ন তা পাকিস্তানীরা হতে দেয় নি। কিন্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা তার পিতার আদর্শ ধারণ করেছেন। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। দেশকে এগিয়ে নিতে তিনি সুদির্ঘ পরিকল্পনা দিয়েছেন। সুদির্ঘ পরিকল্পনা না থাকলে একটি দেশ এগিয়ে যেতে পারে না। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল সক্রিয়। এই অবস্থা চলমান থাকলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব না। তাই আসুন গণতান্ত্রিক ধারাবাহিকতা অক্ষুন্য রাখি। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন আল রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তি বাহিনীর গ্রুপ লিডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট নুরুজ্জামান খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান শাহীন, বিশিষ্ট নারী নেত্রী আনোয়ারা খাতুন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আলী আহম্মদ প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রিয়াদুল ইসলাম রানা ও মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
আপনার মতামত লিখুন :