স্টাফ রিপোর্টার : আজ ২৮ মার্চ (মঙ্গলবার) ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় মেছুয়া বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদলতের এক অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন এই অভিযান পরিচারনা করেন। এ সময় বাজারের বেশ কয়েকটি খেজুরের দোকান, জিলাপির দোকান ও মুরগির দোকানে সঠিক মূল্য তালিকাসহ না থাকা বিভিন্ন অনয়িমের কারনে কৃষি বিপনন আইনে দোকানীদেরকে জরিমানা করে তা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে সাথে ছিলেন জেলা বাজার কর্মকর্তা জিল্লুল বারী, পাইকারী চাউল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিধূ ভূষণ সাহা রায়, মাংস ব্যবসায়ী সমিতি সভাপতি নাসির উদ্দিন পাপ্পু, পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগন। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রে বিভিন্ন দোকানীদের বলেছেন সটিক মূল্য তালিকা থাকতে হবে, জিলাপি কাচের ভিতরে রাখতে হবে যাতে মাছি, দুলো-ময়লা না পড়ে আর খেজুরের পেকেটের গাঁয়ে মূল্য তালিকা থাকতে হবে।
আপনার মতামত লিখুন :