স্টাফ রিপোর্টার : নবযোগদানকৃত পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিএ), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং আয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর পাটগুদামস্থ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এশপথ অনুষ্ঠিত হয়। ১১৯ জন প্রশিক্ষণার্থী তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ- পরিচালক কাজী মাহফুজুল করিম। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আব্দুল আওয়াল। এসময় তিনি বলেন, অনেক বাধা বিপত্তি পাড় করে পরিবার পরিকল্পনার এখন স্বর্ণ যুগ চলছে। একসময় মাঠ পর্যায়ে কাজ করতে গেলে অনেক বাধা আসত। এখন তা নেই। মানুষ মাঝে অনেক পরিবর্তন হয়েছে। তারা এখন আমাদের কাছে সেবা নিতে আসে। সকলে সম্মিলিত ভাবে কাজ করে আমরা এ পর্যায়ে এসেছি। তিনি আরও বলেন, বিভিন্ন ধাপ পেরিয়ে আপনারা আজকে কর্মজীবনে প্রবেশ করেছেন। শৃংখলার মধ্যে এসেছেন। এসময়টা দীর্ঘতম। যতদিন এখানে কাজ করবেন ততদিন আপনার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। জীবনের সিংহভাগ অংশ এই চাকুরী জীবনে। আপনারা মেধা ও শ্রম দিয়ে সঠিক ও সর্বোচ্চ সেবা দিবেন এটাই আমাদের প্রত্যাশা। পরিচালক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এমডিজি ভাল ভাবে অর্জন করেছি। আমরা এই অর্জনকে আরো এগিয়ে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন এমডিজি গোল্ড অর্জনে শিশু মৃত্যু হার ও মাতৃ মৃত্যুহার কমাতে হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করলে আমাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাসেম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মু.মাহ্দী হাসান খান, ত্রিশাল উপজেলা পরিবার পরিকল্পনা কমৃকর্তা নাজমুর রওশন সুমেল, গৌরীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, এমওএমসিডব্লিউসি ডাঃ ফয়সাল সিদ্দিকি, সহকারি পরিবার কল্যাণ কর্মকর্তা (সদর) লাইলি খানম সহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :