নিপপন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড মযমনসিংহ ডিপোর উদ্বোধন করেন চেন লি সিওং


swadeshsangbad প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ১:০৯ অপরাহ্ন / ১৮২
নিপপন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড মযমনসিংহ ডিপোর উদ্বোধন করেন চেন লি সিওং

স্টাফ রিপোর্টার ঃ নিপপন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর অষ্টম ডিপো মযমনসিংহ নগরীর মাসকান্দায় উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ফিতা ও কেক কেটে ডিপোর উদ্বোধন করেন নিপপন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর কান্ট্রি জেনারেল ম্যানেজার ও নিপপন পেইন্ট এর গ্রুপ জেনারেল ম্যানেজার চেন লি সিওং। এসময় তিনি বলেন, ময়মনসিংহে এসে আমি খুবই আনন্দিত। এখানে অনেক জনপ্রিয় ও গুনিজন ব্যাক্তি রয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, শিল্পাচার্য্য জয়নুল আবেদীন। এছাড়াও দেশের আমিষের চাহিদা পুরনে এগিয়ে আছে ময়মনসিংহ। তিনি আরো বলেন, একশত একচল্লিশ বছরের পুরোনো পেইন্ট জাপানী কোম্পানি নিপপন পেইন্ট জাপানের সর্ব প্রথম ও এশিয়ার এক নাম্বার পেইন্ট ব্র্যান্ড। আমাদের পন্য জাপানী প্রযুক্তির এবং নিশ্চিত করে সর্ব্বোচ্চ মানের। বাজারে যে কোনোও পণ্যের সাথে তুলনায় আপনি পাচ্ছেন ভালো এবং বেশী বেনিফিট। আশা করি নিপপন পেইন্ট আপনাদের সহযোগিতায় প্রশ্ধি হয়ে উঠবে এখানে। এক হাজারের বেশী ডিলার রয়েছে নিপপন পেইন্টের। খুব শীগ্রই ওয়াটার প্রুফ পণ্য নিয়ে আসবে বাজারে নিপপন। ব্যবসা প্রসারে ও আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করবেন।
এসময় প্রেজেনস্টেশন উপস্থাপন করেন নিপপন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর এজিএম সেলস এন্ড মার্কেটিং রাজেশ সরকার ও হেড অফ প্ল্যান্ট অপারেশন অরুন মিত্র। স্বাগত বক্তব্য রাখেন সেলস ম্যানেজার ময়মনসিংহ-সিলেট মানব কুমার সাহা। এসময় তিনি বলেন, উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে নিপপন পেইন্টের অষ্টম ডিপোর কার্যক্রম। এই ডিপো উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে নিপপন পেইন্টের বানিজ্যিক কার্যক্রমের অষ্টম বছরে অষ্টম ডিপোর যাত্রা শুরুর অংশ হতে পেরে আমিও গর্বিত। ২০১১ সালে বিনিযোগের জন্য অনুমোদন প্রাপ্ত হয়ে মানিকগঞ্জে নিজস্ব উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়। আগষ্ট ২০১৪ থেকে বানিজ্যিক কার্যক্রম শুরু করে নিপপন পেইন্ট। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিপপন পেইন্ট বাংলাদেশ উভেন্ট এমসি এন্ড মাকেটিং এক্সিকিউটিভ আনিকা আহসান। উদ্বোধনী অনুষ্ঠানে নিপপন হেড অব ফাইন্যাসন্স সালাউদ্দিন মাহমুদ, হেড অব সেলস (এডমিন) মেজবাহ উদ্দিন, হেড অব এইচ আর এন্ড এডমিন খালিদ আহমেদ সিদ্দিকী, ল্যান্ড ওউনার হাজী মোহাম্মদ আব্দুর রশিদ সহ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুর, শেরপুর ও টাংগাইল জেলার ডিলার ও ব্যবসায়ীবৃন্দ।