পুনরায় জেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদে ফুলবাড়িয়ার এমপি কন্যা বিউটি বিজয়ী


swadeshsangbad প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন / ১৪১
পুনরায় জেলা পরিষদের সংরক্ষিত সদস্য পদে ফুলবাড়িয়ার এমপি কন্যা বিউটি বিজয়ী

জেলা পরিষদ নির্বাচন ২০২২ এ আবারও পুনরায় সংরক্ষিত নারী সদস্য পদে ৩নং ওয়ার্ড (ফুলবাড়িয়া ও মুক্তাগাছা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় ছিনিয়ে এনেছেন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান প্রভাষক ফারজানা শারমিন বিউটি। গতকাল সোমবার উৎসব মুখর পরিবেশে সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত। একই সময় মুক্তাগাছা রাম কিশোর (আর.কে) সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রিজাইডিং অফিসার কর্তৃক সরবরাহকৃত ফলাফল সিটে দেখা যায়, ফারজানা শারমিন বিউটি (দোয়াত কলম) প্রতিক প্রতিদ্বন্দ্বিতা করেন। সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে তিনি পেয়েছেন ১১০ ভোট এবং মুক্তাগাছা রাম কিশোর (আর.কে) সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ৫৩ ভোট। দুই কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুসরাত জাহান (হরিণ) পেয়েছেন ১৫৭ ভোট।
বিজয়ী ফারজানা শারমিন বিউটি দ্বিতীয় মেয়াদে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নির্বাচিত হলেন। তিনি ফুলবাড়িয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক।