মদন মোহন ঘোষ : দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে মঙ্গলবার (২২ আগষ্ট) দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন চত্বরে বাল্য বিয়ে, নারী নির্যাতন, জঙ্গিবাদ, সন্ত্রাস প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল চন্দ্র ধরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন. অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন. পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে। পুলিশ জনগনের বন্ধু। সেবার মনোভাব নিয়ে পুলিশ সব সময় কাজ করছে।
বিট ইনচার্জ এসআই হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন. জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ, কাউন্সিলর মাসুদ রানা, মহসীন আলী বিপ্লব, প্রেসক্লাব ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, মানব কল্যান সংস্থার সভাপতি কেয়া আকতার মুন্নি। সভায় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংবাদকর্মী, জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মাদক, জঙ্গি, সন্ত্রাস, বাল্য বিয়ে, নারী নির্যাতন প্রতিরোধে একটি লোক সঙ্গীত পরিবেশন করেন বাউল মন্টু মিয়া ও তার দল।
আপনার মতামত লিখুন :