স্টাফ রিপোর্টার : ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি-২০২২/২৩ ইং এর আওতায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জানুয়ারী) সকালে ময়মনসিংহ নগরীর উমেদ আলী মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়, তারা আমাদের আর্শিবাদ। মানীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে তারই কন্যা সায়মা ওয়াজেদ পুতুল সমাজে পিছিয়ে পরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। প্রতিবন্ধীরা পিছিয়ে ছিল কিন্তু কালের পরিক্রমায় তারাও আজ এগিয়ে আসছে। আমরা তাদের শিক্ষিত করে তুলছি। তারা বর্তমানে মূল ¯্রােতধারায় আসছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা যে কোন একটি বিষয়ে পারদর্শী হয়ে উঠছে। তারা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করছেন। তাদের একেক জনের একেক রকম পারদর্শীতা রয়েছে। তাদেরকে উৎসাহিত করতে হবে। তবেই তারা আরো আগ্রহী হবে।
জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদী জামান, শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালার উপ-কিপার মুকুল দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক মাকসুদা খানম, প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন, মোঃ আবুল কাশেম ও ইন্দ্রজিত কুমার নন্দী। ক্রীড়া আনন্দ উৎসবে প্রতিবন্ধীরাদৌড় প্রতিযোগিতা, ঝুড়িতে বল নিক্ষেপ ও নৃত্য অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :