প্রধানমন্ত্রী শনিবার ময়মনসিংহ সফরে আসছেন ঃ নগর জুড়ে আনন্দ আর উচ্ছাস


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ৯, ২০২৩, ৩:২২ অপরাহ্ন / ১০৯
প্রধানমন্ত্রী শনিবার ময়মনসিংহ সফরে আসছেন ঃ নগর জুড়ে আনন্দ আর উচ্ছাস

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আনন্দ আর উচ্ছাসের জোয়ারে ভাসছে ময়মনসিংহ। বেনার ফেস্টুন আর বিল বোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। ৫ বছর পর ১১ মার্চ (শনিবার) শিক্ষা ও সংস্কৃতি নগরী ময়মনসিংহ সফরে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। বক্তব্য রাখবেন ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আওয়ামীলীগের বিভাগীয় জনসমাবেশে। এর আগে ২০১৮ সালের ২ নভেম্বর একই মাঠে বিশাল সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তাই জেলা সদরে সাজ সাজ রব বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি ময়মনসিংহ বাসীকে একগুচ্ছ প্রকল্প উপহার দিবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের মযমনসিংহ, নেত্রকোণা, জামালপুর ও শেরপুর জেলাবাসীকেও গুরুত্বপূর্ন প্রকল্প উপহার দিবেন। বঙ্গবন্ধু কন্যাকে স্বাগত জানাতে এখন ব্যস্ত সময় পার করছেন জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এলাকার মানুষের মধ্যেও কাজ করছে উৎসাহ উদ্দিপনা। তার এই সফরকে ঘিরে পাল্টে গেছে জেলা ও মহানগর আওয়ামীলীগের রাজনৈতিক তৎপরতা। চাঙ্গা হয়ে উঠেছেন আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছাস ছড়িয়ে পরেছে বিভাগ জুরে। স্থানীয়দের প্রত্যাশা চলমান উন্নয়নের ধারায় নতুন কিছু উন্নয়নের ঘোষণা হতে পারে প্রধানমন্ত্রী কর্তৃক। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর তৃণমূল নেতাকর্মীদের আরো উজ্জীবিত করা হবে বলে মানে করা হচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের পক্ষ থেকে একাধিক বিভাগীয় প্রস্তুতি সভা করেছেন কেন্দ্রিয় ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রায় ১২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা নেতাকর্মীদের। এছাড়া উন্নয়নের বার্তার পাশাপশি আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিশেষ বার্তা দিবেন আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই প্রত্যাশা নেতা কর্মীদের। সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহ বিভাগ ঘোষণার পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত উন্নয়নে মযমনসিংহকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃতজ্ঞতা থেকেই আওয়ামীলীগ সভানেত্রীকে স্বাগত জানাতে আমরা সর্ব্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছি। এদিকে জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম বলেন, সমাবেশের মঞ্চ তৈরী হচ্ছে নৌকার আদলে। প্রধামন্ত্রীর সফর সার্থক ও সফল করতে আমরা সর্ব্বোচ্চ শক্তি নিয়ে কাজ করে যাচ্ছি।