প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক


swadeshsangbad প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন / ১৪৫
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

রঞ্জন মজুমদার শিবু : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকালে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে আনুষ্ঠানিক ভাবে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। এসময় তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, তোমরাই ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিক। আগামী দিনে তোমরাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই তোমাদেরকে সেভাবেই প্রস্তুত হতে হবে। লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে তোমাদের প্রতিষ্ঠিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তোমাদেরই ভ’মিকা রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন তোমাদের মাধ্যমেই প্রতিফলিত হবে। ছাত্র হিসাবে এমন কোন কাজ তোমরা করবে না যা রাষ্ট্র বিরোধী বা স্বাধীনতা বিরোধী হয়। জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস থেকে দুরে থাকবে এবং নিজেকে একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলবে এটাই আমাদের প্রত্যাশা।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, প্রাইম ব্যাংক প্রধান শাখার সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: আজহারুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন। স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেট সম্পাদক মোমেন খান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে নগরীর ৮ টি স্কুল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় জিলা স্কুল বনাম প্রিমিয়ার আইডিয়াল স্কুল এবং পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় বনাম আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অংশ গ্রহণ করে। পরবর্তি খেলায় গর্ভমেন্ট ল্যাবরেটরী হাই স্কু, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়, সান ফ্লাওয়ার স্কুল ও ময়মনসিংহ ল্যাবরেটরী স্কুল অংশ গ্রহণ করবে। খেলা হবে ৫০ ওভারের।